গত ১৭, ২২ ও ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে জাতীয় সাপ্তাহিক নব জাগরন পত্রিকায় পিরোজপুরের নেসারাবাদ উপজেলা শাখা বিএনপি ‘র সদস্য সচিবকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুল্লাহ্ আল বেরুনী (সৈকত)। ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে তার স্বাক্ষরিত উক্ত প্রতিবাদ লিপিতে তিনি জানান, ৭ নভেম্বর মহান বিপ্লব ও সংহতি দিবসে তার ছবির নিচে যুবদল পরিচয় দানকারী জনৈক সোহেল শিকদার ফেইসবুকে একটি পোস্ট দিয়েছে। তিনি আরও জানান উক্ত সোহেল শিকদারকে তিনি চেনেন না। তার বিষয়ে খোঁজ নিয়ে তিনি জেনেছেন, সে বিএনপি দলের কেউ নয় বলেও তিনি প্রতিবাদ লিপিতে উল্লেখ করেন। ইহাছাড়াও সোহেল শিকদারের নামের সাথে তার নাম জুড়ে দিয়ে উদ্দেশ্য প্রনোদিতভাবে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা বিব্রতকর। সুতরাং প্রকাশিত সংবাদের তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
প্রতিবেদকের বক্তব্য :
গত ১৭, ২২ ও ৩০ ডিসেম্বর উক্ত বিষয়ের আলোকে তিনটি ভিন্ন শিরোনামে তিনটি সংবাদ প্রকাশিত হয়েছে। নিয়ম অনুযায়ী কোনো নেতার ছবির নিচে অন্য কারো ছবি ছাপাতে হলে অবশ্যই নেতার অনুমতি নিতে হয় এবং তাকে ঐ দলের অংগ সংগঠনের লোক হতে হয়। উল্লেখিত সোহেল শিকদার যখন নেসারাবাদ উপজেলা সদস্য সচিব আবদুল্লাহ ্বআল বেরুনী ( সৈকত) এর ছবির নিচে নিজের ছবি জুড়ে দিয়েছে তখন এটাই প্রতীয়মান ছিল যে উহাতে উপজেলা সদস্য সচিবের সম্মতি ছিল। ইহাছাড়াও সোহেল শিকদার নামে ঐ লোক একজন আওয়ামী লীগ কর্মী বলে আমাদের নিকট তথ্য রয়েছে। সুতরাং সে কিভাবে একজন উপজেলা পর্যায়ের নেতার সাথে ছবি দিয়ে পোস্ট করেছে। আরো উল্লেখযোগ্য বিষয় হলো উক্ত সোহেল শিকদার জুলাই – গনহত্যার সাথে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলার আসামি। সুতরাং এই ব্যাক্তির কোনো বিএনপি নেতার সাথে সম্পর্ক থাকার কথা নয়। তাই সুনির্দিষ্ট তথ্য প্রমানের ভিত্তিতেই সংবাদ প্রকাশ করা হয়েছে। উদ্দেশ্য প্রনোদিত হয়ে কাউকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে সংবাদ প্রকাশ করা হয় নি।





