জেগে উঠেছে কক্সবাজার-শপথ নিয়েছে জুলাই!

নবজাগরণ ডেস্ক:১৯ জুলাই ২০২৫
সারা দেশের জনতার কণ্ঠে এখন একটাই উচ্চারণ-সংস্কার চাই,এখনই চাই! আর সেই দাবির অনুরণন যেন বঙ্গোপসাগরের ঢেউয়ের মতো গর্জে উঠলো কক্সবাজারে ‘জুলাই পদযাত্রা’তে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের জ্বালাময়ী বক্তব্যে কেবল একটি দলের ন্যায্যতা নয়, উঠে এসেছে গোটা জাতির দীর্ঘদিনের অভিশপ্ত বাস্তবতার প্রতিবাদ। কক্সবাজারের শহীদ দৌলত ময়দানে দাঁড়িয়ে তিনি যে বার্তা দিয়েছেন, তা কেবল রাজনৈতিক ঘোষণা নয়-এটি জনতার আকাঙ্ক্ষার পরিপূর্ণ প্রতিচ্ছবি।

“কে পিআর বুঝলো,কে বুঝলো না-সংস্কার থেমে থাকবে না। জুলাই মাসেই দিতে হবে জুলাই সনদ!”- নাহিদ ইসলাম, আহ্বায়ক, এনসিপি

পিআর বাস্তবায়ন ও শক্তিশালী কমিশনের আহ্বান:
নাহিদ ইসলামের বক্তৃতার কেন্দ্রে ছিল উচ্চ পর্যায়ে রাজনৈতিক সংস্কার ও Public Recruitment (পিআর) বাস্তবায়নের বিষয়টি। তিনি জোর দিয়ে বলেন- দেশ গঠনের পূর্বশর্ত হলো প্রশাসনিক এবং সাংবিধানিক কাঠামোর রূপান্তর। নির্বাচন কমিশনসহ রাষ্ট্রের প্রতিটি নিয়োগে নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে।

ফ্যাসিবাদের বিরুদ্ধে সাহসী উচ্চারণ-তিনি বলেন, কক্সবাজার ছিল এক সময় সন্ত্রাস ও মাদকের স্বর্গরাজ্য। নারায়ণগঞ্জের মতো এখানেও গডফাদাররা রাজত্ব করতো। বর্তমান সরকারের আমলে সেই গডফাদাররা হটেছে-এখন দরকার, যেন আর কোনো নতুন গডফাদার জন্ম নিতে না পারে। এর জন্য চাই নৈতিক, সাংবিধানিক সংস্কার। এখানেই আসে ‘জুলাই সনদ’-এর দাবির যৌক্তিকতা।

কক্সবাজার- আন্দোলনের রক্তে রঞ্জিত জনপদ
আন্দোলনের শহর কক্সবাজার। নাহিদ ইসলাম স্মরণ করিয়ে দেন- এই আন্দোলনে কক্সবাজারের তরুণেরা প্রাণ দিয়েছে। এমনকি একজন রোহিঙ্গা যুবক নুর মোস্তফাও এই স্বাধীনতার স্বপ্নে জীবন দিয়েছেন। এই ত্যাগ উপেক্ষা করার অধিকার কারও নেই। আন্দোলনের শহীদদের তালিকাভুক্ত করার দাবিও রাখেন তিনি।

বঙ্গোপসাগরের শক্তিকে কেন্দ্র করে নতুন বাংলাদেশের ভাবনা

তিনি স্পষ্ট করে বলেন- কক্সবাজার কেবল পর্যটন নয়, এটি বঙ্গোপসাগর ঘিরে সম্ভাবনার হাব। এখান থেকেই গড়ে তুলতে হবে বাংলাদেশকে একটি নৌশক্তি, সমুদ্র অর্থনীতি ও ভূরাজনৈতিক কৌশলের শক্তিশালী রাষ্ট্রে। তার জন্য কক্সবাজারকে সামরিক, প্রযুক্তি ও রাজনৈতিক ঘাঁটি হিসেবে রূপান্তরিত করার ডাক দেন তিনি।

অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন :নাহিদ ইসলাম- আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হাসনাত আবদুল্লাহ – মুখ্য সংগঠক, দক্ষিণাঞ্চল;ডা. তাসনিম জারা – সিনিয়র যুগ্ম সদস্য সচিব;নাসিরুদ্দীন পাটোয়ারী -মুখ্য সমন্বয়ক;এস. এম.সুজা উদ্দিন-যুগ্ম সদস্য সচিব;
অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রমুখ।

“জুলাইতেই দিতে হবে জুলাই সনদ”
‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই সনদ’-এর দাবি এখন আর শুধু রাজনৈতিক নয়,এটি পরিণত হয়েছে জনতার চূড়ান্ত প্রতিজ্ঞায়। নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন, আগামী ৩ আগস্ট শহীদ মিনারে অনুষ্ঠিতব্য জনসভায় এই সনদ অর্জন করা হবে-এটাই হবে নতুন বাংলাদেশের ভিত্তিপ্রস্তর।

জুলাই মানে আর ক্যালেন্ডারের একটি মাস নয়, এটি এখন বাংলাদেশের ইতিহাসে সংস্কার, প্রতিবাদ ও জনতার প্রত্যয়-এর নাম।
এখন আর পিছু হটার সুযোগ নেই-জনতার শপথ স্পষ্ট:
১. সংস্কার চাই
২.সংবিধান বদলাতে হবে
৩. নির্বাচনে নিরপেক্ষতা আনতে হবে
৪.গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে
এটাই সময়,এই জুলাইতেই ইতিহাস গড়তে হবে।

কক্সবাজার, ১৯ জুলাই ২০২৫