নোয়াখালী জেলা সমিতি ঢাকা নির্বাচন : বেলাল-দুলাল প্যানেলের পরিচিতি অনুষ্ঠান আজ

নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালী জেলার প্রবাসী মানুষের সবচেয়ে বড় সামাজিক সংগঠন নোয়াখালী জেলা সমিতি, ঢাকা-এর ২০২৫-২০২৭ কার্যনির্বাহী কমিটি নির্বাচনে উত্তাপ ছড়াতে শুরু করেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) রাজধানীর অফিসার্স ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে বেলাল-দুলাল পরিষদের পরিচিতি অনুষ্ঠান।

বেলাল-দুলাল পরিষদের আয়োজন
সমিতির সভাপতি পদে প্রার্থী হচ্ছেন এম এ খান বেলাল এবং সাধারণ সম্পাদক পদে আছেন আবদুল মাবুদ দুলাল। তাদের সমর্থকরা দীর্ঘদিন ধরে জেলা সমিতির কর্মকাণ্ডে সক্রিয় থেকে এবার একটি ঐক্যবদ্ধ প্যানেল গঠন করেছেন।

পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সমিতির আজীবন সদস্য, নোয়াখালীর বিশিষ্ট ব্যক্তিত্ব, ব্যবসায়ী, চিকিৎসক, আইনজীবীসহ রাজধানীতে অবস্থানরত নানা শ্রেণি-পেশার মানুষ।

আমন্ত্রণপত্রে যা বলা হয়েছে
আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে-“আপনি নোয়াখালী জেলা সমিতি,ঢাকার সম্মানিত আজীবন সদস্য হিসেবে এই অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনার উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলবে।”

নোয়াখালী সমিতি নির্বাচনের গুরুত্ব
নোয়াখালী জেলা সমিতি শুধু একটি সামাজিক সংগঠন নয়; এটি রাজধানীতে বসবাসরত লক্ষাধিক নোয়াখালীবাসীর স্বার্থ-অধিকার, সামাজিক সংহতি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রধান প্ল্যাটফর্ম। প্রতি দুই বছর পর নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ তৈরি হয়। কে সভাপতি, কে সাধারণ সম্পাদক-এটি নোয়াখালীবাসীর সামাজিক নেতৃত্ব নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বেলাল-দুলাল প্যানেলের অঙ্গীকার-
বেলাল-দুলাল পরিষদ ইতোমধ্যেই জানিয়েছে, তারা সমিতিকে আরও গতিশীল, আধুনিক ও জনবান্ধব করতে কাজ করবেন। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা, শিক্ষাবৃত্তি কার্যক্রম বাড়ানো, স্বাস্থ্যসেবা উদ্যোগ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সমৃদ্ধ করা হবে তাদের মূল লক্ষ্য।

আজকের এই পরিচিতি সভার মাধ্যমে মূলত নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে। রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এ আয়োজনে নোয়াখালীবাসীর মিলনমেলায় এক উজ্জ্বল সামাজিক উৎসবে পরিণত হওয়ার আশা করছেন সবাই।