মো:আবু তাহের পাটোয়ারী:
একটি প্রশাসনিক প্রস্তাব আজ রূপ নিয়েছে এক গণআন্দোলনে।নোয়াখালী বিভাগ এখন আর কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি নয়-এটি মানুষের মর্যাদা,ন্যায্যতা ও আত্মপরিচয়ের দাবি।নোয়াখালীর ডিসি অফিস ঘেরাও কর্মসূচিতে হাজারো ছাত্র-জনতা,শিক্ষক,ব্যবসায়ী,প্রবাসী পরিবারের প্রতিনিধি, শ্রমজীবী মানুষ এক কণ্ঠে উচ্চারণ করছে-“নোয়াখালীর উন্নয়ন চাই,নোয়াখালী বিভাগ চাই!”
এই আওয়াজ আজ প্রশাসনের করিডোর থেকে শুরু করে আন্তর্জাতিক মঞ্চ পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
যৌক্তিক দাবির ন্যায়ভিত্তি
নোয়াখালী বিভাগের দাবি কেবল আবেগ নয়-এটি বাস্তবতার প্রতিফলন।চট্টগ্রামের কেন্দ্র থেকে দূরবর্তী,উপকূলীয় বিপর্যয়ের শিকার, এবং প্রশাসনিকভাবে উপেক্ষিত এই অঞ্চল নিজস্ব প্রশাসনিক কাঠামো ছাড়া কার্যকর শাসনব্যবস্থা গড়ে তুলতে পারছে না।অর্থনীতি,শিক্ষা,যোগাযোগ-সবখানেই পিছিয়ে পড়া নোয়াখালী এখন আর অবহেলিত থাকতে চায় না।এই দাবির ভিত্তি হলো জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান ও উন্নয়ন বাস্তবতা।অতএব, এটি শতভাগ ন্যায্য ও সময়োপযোগী দাবি।
প্রশাসনের নৈতিক অবস্থান
রাষ্ট্রের প্রতিটি কর্মকর্তা আজ ইতিহাসের মুখোমুখি।
যে প্রশাসন জনগণের কণ্ঠ শুনতে ব্যর্থ হয়,সেই প্রশাসন ধ্বংস হয় নিজের অবহেলায়।আজ কর্মকর্তাদের বলা প্রয়োজন-“আমরা রাষ্ট্রের চাকর, কিন্তু জনগণের সেবক। ন্যায়ের পক্ষে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।”জনগণের ন্যায্য দাবির প্রতি প্রশাসনের নীরবতা মানে রাষ্ট্রের নৈতিক ব্যর্থতা।
সরকারের নীরবতা ও ষড়যন্ত্রের শঙ্কা
সরকারের নীরবতা এখন প্রশ্ন তুলেছে-কেন এই দাবি নিয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত নেই?কেন জনগণের বারবার আহ্বানেও আসে না কোনো আশ্বাস?জনগণ বলছে-“আর বিলম্ব নয়, আর অবজ্ঞা নয়। নোয়াখালী বিভাগের দাবি রাষ্ট্রীয় দায়িত্ব।”যত দেরি হবে,আন্দোলন ততই জ্বলবে।কারণ নীরবতা এখন ষড়যন্ত্রের প্রতীক হয়ে উঠছে।
বিশ্বজুড়ে প্রবাসী ঐক্য
নোয়াখালীর সন্তানরা এখন কাতার,দুবাই,লন্ডন,নিউইয়র্কে এক কণ্ঠে বলছে-“Noakhali Division Now!”কাতারে রাষ্ট্রদূতের কাছে স্মারকলিপি প্রদান কেবল একটি আনুষ্ঠানিকতা নয়-এটি প্রমাণ করেছে যে,নোয়াখালী এখন বৈশ্বিক দাবির প্রতীক।রেমিট্যান্সে দেশের অর্থনীতি টিকিয়ে রাখার যে মানুষগুলো,তাদের অঞ্চলের উন্নয়ন দাবিতে এই সংহতি আজ এক ঐতিহাসিক ঐক্যের দৃষ্টান্ত।
জুলাই সনদের চেতনায় নতুন প্রশাসনিক জাগরণ
জুলাই সনদ যে নতুন রাষ্ট্রচেতনা জন্ম দিয়েছে-“জনগণই সার্বভৌম”-তার বাস্তব প্রতিফলন হতে পারে নোয়াখালী বিভাগ আন্দোলন।এটি প্রশাসনিক বিভাজন নয়,এটি জনগণের আত্মমর্যাদা পুনর্দখলের বিপ্লব।এই আন্দোলন দেখিয়ে দিচ্ছে-নোয়াখালী এখন নতুন বাংলাদেশের সূচনাবিন্দু।
যে জাতি নিজের অধিকার নিয়ে চুপ থাকে,ইতিহাস তাকে চুপ করিয়ে দেয়।কিন্তু নোয়াখালী আজ নীরব নয়-এটি গর্জনরত, সংগঠিত, সচেতন এবং ঐক্যবদ্ধ।
নোয়াখালী বিভাগের দাবি কেবল আঞ্চলিক উন্নয়ন নয়,
এটি জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার এক জাতীয় আন্দোলন।যত বিলম্ব হবে,ততই এই দাবি রূপ নেবে এক নতুন ইতিহাসে-“নোয়াখালী বিভাগ:জনগণের ঐক্য, রাষ্ট্রের পরীক্ষা।”
লেখক: মো:আবু তাহের পাটোয়ারী
সম্পাদক, নবজাগরণ।
জুলাই যোদ্ধা ও আহত সাংবাদিক,নোয়াখালীর সন্তান
#NoakhaliDivision #Nabajagaran #JulyWarrior #BangladeshReform #PeoplePower #NoakhaliMovement #RevolutionarySpirit #AdministrativeJustice #NewBangladesh #AbuTaherPatowary