মো:আবু তাহের পাটোয়ারী:
নোয়াখালীর সেনবাগ উপজেলার গর্ব,পৌরসভার ৮নং ওয়ার্ডের উত্তর শাহাপুর গ্রামের কৃতিসন্তান ব্যারিস্টার সৈয়দ মো: তাজরুল হোসেন জুয়েল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন।
আজ বুধবার (১২ নভেম্বর ২০২৫) দুপুরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবনিযুক্ত বিচারপতিদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান বিচারপতি ড.সৈয়দ রেফাত আহমেদ নবনিযুক্ত বিচারপতিদের শপথবাক্য পাঠ করান।
বিচারপতি ব্যারিস্টার সৈয়দ মো:তাজরুল হোসেন জুয়েল দীর্ঘদিন ধরে আইন অঙ্গনে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তার পেশাগত সুনাম,আইনবিদ্যা এবং ন্যায়বোধের কারণে তিনি সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে যোগ্যতার স্বীকৃতি পেয়েছেন।
তার পিতা হাজী মো:রুহুল আমিন বিএসসি একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা,আর মা একজন গৃহিণী। পরিবারের অন্য সদস্যরাও নিজেদের ক্ষেত্রে সফল-চাচা ইঞ্জিনিয়ার মো: নুরুল আমিন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অবসরপ্রাপ্ত প্রকৌশলী;ছোট ভাই সৈয়দ মো: নাজমুল হোসেন সোহেল একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার;আর সর্বকনিষ্ঠ ভাই সৈয়দ মো:কামরুল হোসেন ফারুক বর্তমানে নোয়াখালী আব্দুল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সরকারি অধ্যাপক।
বিচারপতি জুয়েলের এ নিয়োগের সংবাদে জন্মস্থান সেনবাগের উত্তর শাহাপুর গ্রামে নেমে এসেছে আনন্দের বন্যা। আত্মীয়স্বজন,বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন জানাতে ব্যস্ত সময় পার করছেন। এলাকাবাসীর অনেকে বলেছেন,“এটি শুধু একটি পরিবারের নয়,সমগ্র সেনবাগবাসীর গর্বের মুহূর্ত। আমাদের একজন সন্তান দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হয়েছেন-এটাই আমাদের প্রাপ্তি।”
উল্লেখ্য,ব্যারিস্টার সৈয়দ মো:তাজরুল হোসেন জুয়েল দীর্ঘদিন ধরে আইন চর্চায় যুক্ত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। তরুণ প্রজন্মের কাছে তিনি সততা, প্রজ্ঞা ও ন্যায়বোধের প্রতীক হিসেবে পরিচিত।
নবজাগরণ পরিবার বিচারপতি ব্যারিস্টার সৈয়দ মো:তাজরুল হোসেন জুয়েলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে এবং তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করছে।
অনলাইনে পড়ুন:www.thenabajagaran.com




