নোয়াখালীতে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযান, অর্থদণ্ড-সতর্ক করলো প্রশাসন

প্রতিবেদন:মো:শহিদুল ইসলাম খোকন,
বেগমগঞ্জ (নোয়াখালী)
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর ও ভেজাল আইসক্রিম তৈরির অভিযোগে পরিচালিত এক অভিযানে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে চৌমুহনী বাজার এলাকায় অবস্থিত মেসার্স রবিন সুপার আইসক্রিম ফ্যাক্টরি নামের একটি প্রতিষ্ঠানকে বাংলাদেশ মান নিয়ন্ত্রণ সংস্থা (বিএসটিআই) আইন ২০১৮ অনুসারে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানটি পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো:সাদাত হোসেন। এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, প্রসিকিউটিং অফিসার নুরে আলম মো: ফিরোজ, এবং বেগমগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল।

ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের বৈধ লাইসেন্স ছাড়া দীর্ঘদিন ধরে কৃত্রিম রঙ, স্যাকারিন ও রাসায়নিক উপাদান মিশিয়ে নিম্নমানের আইসক্রিম উৎপাদন ও বিক্রয় করে আসছিল। কারখানার পরিবেশ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর; কাঁচামাল সংরক্ষণ, প্যাকেটিং ও উৎপাদন প্রক্রিয়া কোনোভাবেই মানসম্মত নয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদাত হোসেন বলেন,“অভিযানে ভেজাল আইসক্রিম উৎপাদনের প্রমাণ পাওয়া গেছে। প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে বিএসটিআইয়ের নিয়ম অনুযায়ী উৎপাদন কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। জনগণের খাদ্য নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”

তিনি আরও জানান, খাদ্যে ভেজাল শুধু জনস্বাস্থ্যের জন্যই হুমকি নয়, এটি সামাজিক অপরাধও। প্রশাসন এসব অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।

উল্লেখ্য, সম্প্রতি নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় ভেজালবিরোধী অভিযানের তৎপরতা জোরদার করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে মানসম্মত পণ্য ক্রয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে এবং কোনো প্রতিষ্ঠানের অনিয়ম চোখে পড়লে সরাসরি প্রশাসনকে জানানোর অনুরোধ করা হয়েছে।