নিজস্ব প্রতিবেদকঃ
প্রায় ৯ বছর পর মিরপুরের ঐতিহ্যবাহী কলেজ, মিরপুর কলেজ ছাত্রদলের আংশিক কমিটি গঠন করা হয়েছে। মওদুদ আহমেদকে সভাপতি ও শরিফুল ইসলাম সুমনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের এ কমিটি ঘোষণা করেছে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল।
গতকাল বুধবার রাতে ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি রবিন খান ও আকরাম আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মিরপুর কলেজ ছাত্রদল এর ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হলো। সেই সঙ্গে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। নতুন কমিটির জ্যেষ্ঠ যুগ্ন আহবায়ক করা হয়েছে মাসুদ রানাকে।
সর্বশেষ ২০১৬ সালে মিরপুর কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছিল। কমিটি ঘোষণার পর নেতা-কর্মীদের উদ্দেশে কলেজ ছাত্রদলের নতুন আহবায়ক, মওদুদ আহমেদ বলেন ‘দল আমাদের অনেক সম্মান দিয়েছে। আর কিছু চাওয়ার নেই। আজ থেকে তোমরাই আমাদের নেতা; আমি ও সদস্য সচিব কর্মী।

এদিকে নতুন দায়িত্বের বিষয়ে জানতে চাইলে নবাগত যুগ্ন আহবায়ক রাসেল হোসেন জিয়া বলেন, ‘দীর্ঘদিন রাজপথে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। জেলজুলুম আমার নিত্যসঙ্গী হয়ে উঠেছিল। তা নিয়ে বিন্দুমাত্র আফসোস নেই। আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করব। সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে আমরা কাজ করবো ও ফ্যাসিবাদ বিরোধী সকলকে নিয়ে এক সাথে কাজ করবো।





