নোয়াখালী-১৪ অক্টোবর ২০২৫- নবজাগরণ প্রতিবেদন:
নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে জেলাজুড়ে জনমত এখন আগুনের মতো ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিনের অবহেলা, প্রশাসনিক বৈষম্য ও উন্নয়ন বঞ্চনার বিরুদ্ধে নোয়াখালীবাসী আবারও একমত হয়েছে একটাই স্লোগানে
“নোয়াখালী বিভাগ চাই”
আজ মঙ্গলবার নোয়াখালী প্রেসক্লাব চত্বরে আয়োজিত সর্বদলীয় মতবিনিময় সভায় “সর্বদলীয় নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটি” ঘোষণা দিয়েছে, আগামী ১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক (ডিসি) অফিস ঘেরাও কর্মসূচি পালন করা হবে।
বক্তারা বলেন, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরকে নিয়ে ঐতিহাসিক নোয়াখালী বিভাগ গঠন সময়ের দাবি। প্রশাসনিক কেন্দ্র নোয়াখালীকে উপেক্ষা করে বিভিন্নভাবে খণ্ডিত করার ষড়যন্ত্র বহু পুরনো, কিন্তু এ অঞ্চলের মানুষের ঐক্যবদ্ধ জনদাবির কাছে আর কোনো রাজনৈতিক বা আমলাতান্ত্রিক অবহেলা টিকবে না।
বক্তারা আরও জানান, বিভাগ বাস্তবায়নের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।তাদের ভাষায়- “নোয়াখালী শুধু একটি জেলা নয়, এটি একটি ঐতিহ্য, একটি আত্মপরিচয়।
এই পরিচয়কে মর্যাদা দিতে নোয়াখালী বিভাগ ঘোষণা এখনই করতে হবে।”
সাংবাদিক সমাজের সংহতি
একইদিনে নোয়াখালী সরকারি কলেজ সাংবাদিক সমিতি (NGCJA)-এর পক্ষ থেকেও বিভাগ দাবিতে চলমান আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করা হয়েছে।
সমিতির সদস্য সচিব মোঃ নূর হোসাইন স্বাক্ষরিত প্রেস বিবৃতিতে বলা হয়- “নোয়াখালীবাসীর ন্যায্য দাবি বাস্তবায়নে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে আমরা সংহতি জানাই। নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার সম্মিলিত শিক্ষা, শিল্প, সাহিত্য-সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের স্বার্থে অবিলম্বে নোয়াখালী বিভাগ ঘোষণা করা উচিত।”
সাংবাদিক সমিতি আরও উল্লেখ করে, বহু বছর ধরে সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও গণমাধ্যমের নেতৃবৃন্দ বিভাগ দাবিতে যে ধারাবাহিক প্রচারণা চালিয়ে আসছেন-তা এখন ঐক্যবদ্ধ আন্দোলনের রূপ নিয়েছে।
নোয়াখালীবাসীর বহুমাত্রিক ঐতিহ্য, মুক্তিযুদ্ধের ইতিহাস, ভাষা-সংস্কৃতি ও উন্নয়ন সম্ভাবনা এক কণ্ঠে এখন একটাই দাবি তুলছে- “প্রশাসনিক বিভাজন নয়, ঐতিহাসিক নোয়াখালীর পুনর্জাগরণ চাই।”আগামী ১৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ডিসি অফিস ঘেরাও কর্মসূচি হবে এই আন্দোলনের নতুন অধ্যায়-যেখানে নোয়াখালীর প্রতিটি স্তরের মানুষ ঐক্যবদ্ধ কণ্ঠে ঘোষণা দেবে- “আমরা নোয়াখালী বিভাগ চাই-এখনই চাই!”
আয়োজনে: সর্বদলীয় নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটি
সংহতিতে: নোয়াখালী সরকারি কলেজ সাংবাদিক সমিতি
অনলাইনে পড়ুন:www.thenabajagaran.com
সবাই শেয়ার করুন।
#নোয়াখালীবিভাগচাই #NoakhaliDivision #Nabajagaran #জনদাবি #NoakhaliPress #জনঅধিকারআন্দোলন