নবজাগরণ রিপোর্ট:
ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৫
মানবাধিকার আর কোনো বিলাসদ্রব্য নয়-এটি মানুষের নিঃশ্বাসের মতো দৈনন্দিন প্রয়োজন। আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পরিবেশ পরিক্রমা মানবাধিকার সাংবাদিক সোসাইটির মানববন্ধন ও মতবিনিময় সভায় উঠে এলো এমনই শক্ত, স্পষ্ট ও প্রজ্জ্বলিত অঙ্গীকার।
এ বছরের প্রতিপাদ্য-“Human Rights: Our Everyday Essentials”। পৃথিবীর দেশগুলো যখন মানবাধিকার সংকট, রাষ্ট্রীয় সহিংসতা ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে লড়ছে, বাংলাদেশে সাংবাদিক সমাজ জানিয়ে দিল-মানবাধিকার কেবল রাষ্ট্রের প্রতিশ্রুতি নয়; এটি মানুষের জন্মগত অধিকার, এটি ন্যায়বিচারের চাবিকাঠি, এটি প্রতিদিন ঘরে-বাইরে আমাদের বেঁচে থাকার ভিত্তি।
মানবাধিকার: কোনো বইয়ের তত্ত্ব নয়-জীবনের সিলেবাস
সভায় বক্তারা বলেন-ন্যায়বিচার ছাড়া মানবাধিকার নেই
মতপ্রকাশের স্বাধীনতা ছাড়া রাষ্ট্রের বিবেক নেই সাংবাদিকদের নিরাপত্তা ছাড়া গণতন্ত্র নেই নারী-শিশুর সুরক্ষা ছাড়া মানবসভ্যতা নেই শ্রমিকের অধিকার ছাড়া অর্থনীতি নেই পরিবেশ রক্ষা ছাড়া ভবিষ্যৎ নেই সাংবাদিক সমাজ মানবাধিকারকে শুধুই আলোচনার বিষয় নয়-বরং প্রতিটি সকাল-প্রতিটি রাতের বাস্তব যুদ্ধ বলে ঘোষণা দেয়।
সভাপতি এমএম তোহা ও মহাসচিব নবজাগরণ সম্পাদক আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে অঙ্গীকার সভাপতিত্ব করেন এমএম তোহা, ভাইস চেয়ারম্যান যিনি পরিবেশ ও মানবাধিকার সুরক্ষায় দীর্ঘদিনের নিবেদিত যোদ্ধা পরিচালনা করেন মো: আবু তাহের পাটোয়ারী, মহাসচিব-যাঁর নেতৃত্বে সংগঠনটি মাঠ, আদালত ও আন্তর্জাতিক মহলে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে শক্ত অবস্থান ধরে রেখেছে।তিনি বলেন- “সাংবাদিকরাই মানবাধিকার রক্ষার প্রথম সারির সংগ্রামী। সত্য প্রকাশের আন্দোলন থামবে না।”আরও বলেন-“পরিবেশ, শ্রমজীবী মানুষ, নারী-শিশু, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার-এসবই এখন জাতীয় এজেন্ডা।”
বাংলাদেশের মানবাধিকার বাস্তবতা-তথ্যভিত্তিক কঠোর বিশ্লেষণ বক্তারা উপস্থাপন করেন সুনির্দিষ্ট পর্যবেক্ষণ-
নদী-খাল দখল ও পরিবেশ ধ্বংস জলবায়ু সংকটের দেশে এটি মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে মারাত্মক রূপ।শ্রমিক শোষণ ও মৃত্যুঝুঁকি নিরাপদ কর্মপরিবেশ ছাড়া “উন্নয়ন” শুধু কাগজের শব্দ। নিখোঁজ, হামলা ও বিচারহীনতার সংস্কৃতি নিষ্ঠুর অতীতকে ভেঙে না ফেললে নতুন রাষ্ট্র দাঁড়াবে না। সাংবাদিক হয়রানি ও মামলা আতঙ্ক তথ্যপ্রবাহ বাধাগ্রস্ত হলে গণতন্ত্র শুকিয়ে যায়।নারী-শিশু নির্যাতন বিচারহীনতা বন্ধ না করলে কোনো উন্নয়নই টেকসই নয়। সুতরাং এবারের প্রতিপাদ্য-“Our Everyday Essentials”-
বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সরাসরি মিলে যায়।
অন্তর্বর্তীকালীন সরকারের মানবাধিকারমুখী সাফল্যে বিশেষ স্বীকৃতি-সভায় বক্তারা উল্লেখ করেন, নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার মানবাধিকার ও জবাবদিহির ক্ষেত্রে একাধিক মৌলিক সংস্কার করেছে-নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ দুর্নীতি দমন আইন ২০২৫ কার্যকরের উদ্যোগ পুলিশ কমিশন আইন বাস্তবায়নের অগ্রগতি চট্টগ্রাম-মোংলা-পায়রা বন্দরকে আন্তর্জাতিক ব্যবস্থাপনায় এনে ব্যবসায় প্রতিযোগিতা সৃষ্টি বিমান, রেল ও পরিবহনে দক্ষতা বৃদ্ধি প্রবাসী সুরক্ষা ও সেবা উন্নয়ন বক্তারা বলেন-এটি মানবাধিকার ও আইনের শাসনের পথে একটি শক্ত ভিত্তি।
জুলাই বিপ্লব: ইতিহাসের নতুন অধ্যায়-এবার লক্ষ্য ‘হাঁ’ ভোট সভায় বক্তারা ঘোষণা দেন-জুলাই বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না গণভোটে ‘হাঁ’ ভোট জয়ী করতে হবে
গণতন্ত্র, মানবাধিকার ও জবাবদিহির ভবিষ্যৎ নির্ভর করছে এই সিদ্ধান্তের ওপর দেশ-বিদেশের সব বাংলাদেশিকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
বিডিআর ম্যাচাকার তদন্ত-ন্যায়বিচারের পথে দীর্ঘ প্রতীক্ষিত অগ্রগতি বক্তারা বলেন-বহু বছর ধরে অবহেলিত এই জাতীয় ক্ষত সারাতে তদন্ত রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ
এটি ভবিষ্যৎ মানবাধিকার তদন্তে ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করবে রাষ্ট্রের ন্যায়বিচার কাঠামো শক্ত হবে।
সাংবাদিক সমাজের সাত দফা ঘোষণা
সাংবাদিকদের নিরাপত্তা ও আইনি সুরক্ষা মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা পরিবেশগত ন্যায়বিচারকে মানবাধিকার হিসেবে স্বীকৃতি নারী-শিশু সুরক্ষায় কঠোর পদক্ষেপ শ্রমিক-প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা
গণমাধ্যমে সত্য-নির্ভর অনুসন্ধানী রিপোর্টিং বৃদ্ধি
মানবাধিকার লঙ্ঘনে আন্তর্জাতিক মানদণ্ডে তদন্ত নিশ্চিত করা
উপস্থিতি ও বক্তব্য:এ সময় বক্তব্য রাখেন-এমএম তোহা, মো: আবু তাহের পাটোয়ারী, মুজাহিদুল ইসলাম, তৌহিদুর রহমান মোল্লা, ফারুক হোসেন বেদন, গাজীপুর মহানগর নেতা, যুগ্ম-মহাসচিব, নারী নেত্রী শাহনাজ সানুসহ সংগঠনের বিভিন্ন স্তরের সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা।
মানবাধিকার-প্রতিদিনের শ্বাস, প্রতিনিয়ত সংগ্রাম আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ শুধু একটি পালিত অনুষ্ঠান নয়-এটি একটি নতুন আন্দোলনের সূচনা সাংবাদিক সমাজ ঘোষণা দিয়েছে-মানবাধিকার বিলাসিতা নয়-এটি জীবন।সত্য, ন্যায় ও মানব মর্যাদার জন্য সংগ্রাম অব্যাহত থাকবে।”
নবজাগরণ রিপোর্ট
অনলাইনে পড়ুনঃ www.thenabajagaran.com





