সততা-দক্ষতা-জনসেবায় এক অনন্য অধ্যায়ের সমাপ্তি
নবজাগরণ রিপোর্ট সেনবাগ(নোয়াখালী) প্রতিনিধি :
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি)এস.এম. মিজানুর রহমান–কে বদলিজনিত বিদায় জানাতে টিম সেনবাগ আজ এক আন্তরিক ও হৃদয়স্পর্শী সংবর্ধনার আয়োজন করে। দীর্ঘদিন ধরে সেনবাগে দায়িত্ব পালনকালে তিনি সততা,দক্ষতা ও বুদ্ধিমত্তার সমন্বয়ে যেভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে দৃঢ় হাতে ধরে রেখেছেন-তা সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় নেতৃত্ব-সবাইকে গভীরভাবে আশ্বস্ত করেছে।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন,ওসি মিজানুর রহমান সেনবাগের নিরাপত্তা নিশ্চিত করতে যে আন্তরিকতা,নিষ্ঠা ও কর্মনিষ্ঠার পরিচয় দিয়েছেন তা এই অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষার এক মানদণ্ড হয়ে থাকবে। একজন অমায়িক, দায়িত্বশীল ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সক্ষম পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি নিজের কর্মদক্ষতায় প্রশাসন,গণমাধ্যম এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
টিম সেনবাগের নেতৃবৃন্দ জানান,ব্যক্তিগতভাবে তাঁর সাথে কাজ করার অভিজ্ঞতা ছিল অত্যন্ত ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ক। এলাকার যেকোনো সংকটময় পরিস্থিতিতে তিনি সর্বদা এগিয়ে এসে সমস্যার সমাধানে উদ্যোগী ভূমিকা পালন করেছেন। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ,ইভটিজিং প্রতিরোধ,চুরি-ছিনতাই দমন এবং সামগ্রিক জননিরাপত্তা নিশ্চিত করতে তাঁর ভূমিকা ছিল নির্ভীক,প্রো-অ্যাকটিভ এবং প্রশংসাযোগ্য।
স্থানীয়রা বলেন-সেনবাগের শান্তি ও নিরাপত্তায় ওসি মিজানুর রহমান যে অবদান রেখে গেছেন,তা চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে বক্তারা তাঁর নতুন কর্মস্থলে আরও সাফল্য,সম্মান ও সমৃদ্ধি কামনা করেন। টিম সেনবাগের পক্ষ থেকে স্মারক ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
সংবর্ধনা শেষে ওসি এস.এম.মিজানুর রহমান সেনবাগবাসীর ভালোবাসা,সহযোগিতা ও আস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন-সেনবাগ আমার হৃদয়ে থাকবে। জনগণের ভালোবাসা ও আপনাদের সহযোগিতা আমাকে সবসময় অনুপ্রাণিত করবে।
নবজাগরণ এর পক্ষ থেকে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা।





