সেনবাগ নোয়াখালী-নবজাগরণ রিপোর্ট:
প্রতিবেদন:মো:আবু তাহের পাটোয়ারী:
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের চৌমোড় থেকে ঐতিহাসিক বখশগঞ্জ বাজার পর্যন্ত প্রায় তিন থেকে সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ সড়কটি এখন সম্পূর্ণ বেহাল অবস্থায় পড়ে আছে। একসময়কার পাকা সড়কটি এখন ভাঙাচোরা, গর্তে ভরা ও কাদা-পানিতে ডুবে আছে।
এই সড়কটি নোয়াখালী সেনবাগ নাঙ্গলকোট ও ফেনী জেলার সংযোগের একমাত্র পথ, যার উপর নির্ভরশীল প্রতিদিনের ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থী ও সাধারণ জনগণের চলাচল। অথচ দীর্ঘদিন ধরে কোনো সংস্কার বা টেকসই উন্নয়ন কাজ না হওয়ায় জনগণের দুর্ভোগ এখন চরমে পৌঁছেছে। স্থানীয়রা জানান, গত কয়েক বছরের টানা বন্যা ও পানি আগ্রাসনে রাস্তার বিভিন্ন অংশ ভেঙে গেছে। কোনো টেকসই পদক্ষেপ না থাকায় সড়কটি এখন দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে।
মইশাই গ্রামের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক মাস্টার আবুল কালাম আজাদ বলেন-“এই রাস্তা শুধু মাটির পথ নয়, এটি আমাদের জীবনরেখা। দ্রুত মেরামত ও সংস্কার ছাড়া এই এলাকার মানুষের কষ্টের শেষ হবে না।”
বখশগঞ্জ বাজার পরিচালনা পরিষদের সদ্যনির্বাচিত সভাপতি করিম উল্লাহ ভেন্ডার নবজাগরণকে বলেন-“গুরুত্বপূর্ণ এ সড়কটির জরাজীর্ণ দশার কারণে দুই জেলার জনগণ, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা ভীষণ ক্ষতির শিকার হচ্ছে। এখনই জরুরি সংস্কার প্রয়োজন।”এ বিষয়ে ৩নং ডমুরুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাখাওয়াত হোসেন বলেন-“এই সড়কটি পুরো ইউনিয়নের প্রাণ। অবিলম্বে এর টেকসই মেরামত কাজ শুরু করা উচিত।”
এ বিষয়ে জানতে চাইলে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা শিরিন আক্তার নবজাগরণকে বলেন-“আমি এখনই বিষয়টি জানলাম। খোঁজ নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”স্থানীয়রা বলছেন, সরকারের ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার স্বপ্ন তখনই সফল হবে, যখন গ্রামীণ জনগণও উন্নয়নের সুবিধা বাস্তবে পাবে। আর তার প্রথম শর্ত-পথ হতে হবে চলার উপযোগী।
ডমুরুয়া-চৌমোড় থেকে বখশগঞ্জ-তিন কিলোমিটার পথ এখন দুর্ভোগের প্রতীক!বীর মুক্তিযোদ্ধা থেকে ব্যবসায়ী-সবার এই এ একই দাবি মেরামত করা হোক মানুষের কষ্ট শেষ হোক।”
সবাই শেয়ার করে ছড়িয়ে দিন
অনলাইনে পড়ুন:www.thenabajagaran.com
#নোয়াখালী #সেনবাগ #ডমুরুয়া #জনদুর্ভোগ #Nabajagaran #SmartBangladesh #InfrastructureCrisis