নবজাগরণ ডেস্ক:করিমগঞ্জ প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২৫
কিশোরগঞ্জের করিমগঞ্জে পিতা হত্যার মামলার মূল আসামি আবদুল আউয়াল ওরফে বাদল (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে করিমগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর পিতা আমির হোসেন (৭০) কে পারিবারিক বিরোধের জেরে নৃশংসভাবে হত্যা করে বাদল। এ ঘটনায় নিহতের আরেক ছেলে বাদী হয়ে করিমগঞ্জ থানায় মামলা নং ১৪, তাং ১৯/১০/২৫ তারিখে একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকেই বাদল পলাতক ছিল। পুলিশ ধারাবাহিকভাবে গোয়েন্দা তৎপরতা চালিয়ে শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নিশ্চিত করে বলেন,“পিতা হত্যার মামলার আসামি আবদুল আউয়াল ওরফে বাদলকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধের কথা স্বীকার করেছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন,এবং তাকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।”
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে পিতা ও পুত্রের মধ্যে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি তা চরমে পৌঁছালে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।
ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া। অনেকেই বলেছেন,“যে সন্তান নিজের বাবাকে হত্যা করতে পারে, সে সমাজের জন্য এক ভয়ংকর সতর্কবার্তা।” গ্রেফতারকৃত বাদলকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রিপোর্টার: মো: আবু তাহের পাটোয়ারী
উৎস: নবজাগরণ অনলাইন
অনলাইনে পড়ুন: www.thenabajagaron.com





