সেনবাগ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নির্বাচিত হলেন চান্দন হোসেন রাজু

নবজাগরণ প্রতিবেদক:
সেনবাগ পৌর বিএনপির নবগঠিত কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পেলেন তরুণ ও পরিশ্রমী নেতা চান্দন হোসেন রাজু। তাঁর এই দায়িত্বপ্রাপ্তিতে বিএনপি নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

বিএনপি পরিবারের নিবেদিতপ্রাণ, সৎ,পরিশ্রমী ও তরুণ নেতৃত্ব হিসেবে দীর্ঘদিন ধরেই তিনি দলীয় কার্যক্রম, সাংগঠনিক কর্মকাণ্ড এবং গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। দলের সংকটময় সময়ে তাঁর দৃঢ় মনোবল, ত্যাগ-তিতিক্ষা এবং অকৃত্রিম ভালোবাসা সংগঠনের ভেতরে বিশেষভাবে প্রশংসিত।

দলীয় সূত্র জানায়, চান্দন হোসেন রাজুর নেতৃত্বে সেনবাগ পৌর বিএনপি আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কর্মীবান্ধব হয়ে উঠবে। তিনি কর্মী-সমর্থকদের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে দলকে গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে এগিয়ে নেবেন বলে আশা করা হচ্ছে।
নেতাকর্মীরা বলছেন,আগামীর পথচলায়ও তাঁর অঙ্গীকার, সাহসিকতা ও দায়িত্বশীলতা বিএনপির জন্য অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁর নেতৃত্বে সেনবাগ পৌর বিএনপি জাতীয় রাজনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

স্থানীয় বিএনপি নেতারা বলেন,“চান্দন হোসেন রাজু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাহসিকতা এবং দেশনেতা তারেক রহমানের নেতৃত্বকে সমুন্নত রাখবেন-আমরা সে প্রত্যাশা করি।”
তাঁর সর্বাঙ্গীন সাফল্য,দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।