নবজাগরণ রিপোর্ট:
নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিরল এক ঘটনা ঘটেছে। কেশারপাড়া ইউনিয়নের খাজুরিয়া গ্রামের প্রবাসী মো: হানিফের স্ত্রী প্রিয়া আক্তার একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন। রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ওয়ার্ড (১১২ নম্বর) এ রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নবজাতকদের জন্মের পরপরই বিশেষ চিকিৎসা সেবা নিশ্চিত করতে তাদের ইনকিউবেটরে রাখা হয়েছে। শিশুদের শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে মা প্রিয়া আক্তার বর্তমানে সুস্থ আছেন।
প্রিয়া আক্তার নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের আজিজ মাস্টার বাড়ির পুত্রবধূ। একসঙ্গে ছয় সন্তানের জন্মের খবর এলাকায় ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয়। পুরো গ্রামে এখন একটাই আলোচনার বিষয়-প্রিয়া আক্তার ও তার নবজাতক সন্তানরা।
স্থানীয়রা জানান, “আমাদের এলাকায় এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। আমরা সবাই শিশুদের সুস্থতার জন্য দোয়া করছি।”
ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকরা জানিয়েছেন, বহুসন্তান জন্মের পর শিশুদের জন্য বিশেষ যত্ন প্রয়োজন হয়। এজন্য অভিজ্ঞ চিকিৎসকরা দিনরাত নিবেদিতভাবে তাদের দেখাশোনা করছেন।
বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের ঘটনা খুবই বিরল। তাই সেনবাগের এই ঘটনাটি স্থানীয়ভাবে যেমন আলোড়ন সৃষ্টি করেছে, তেমনি জাতীয় পর্যায়েও মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
বর্তমানে প্রবাসী হানিফের পরিবারকে অভিনন্দন ও শুভকামনায় ভরিয়ে দিচ্ছেন এলাকাবাসী। সবার একটাই প্রার্থনা-মা ও ছয় সন্তান সুস্থ থেকে স্বাভাবিক জীবনযাপন করতে পারে।
অনলাইনে পড়তে:www.thenabajagaran.com