সোনাইমুড়ীতে হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা: চালক বেলায়েতের মৃত্যু,আহত ১৫

নবজাগরণ রিপোর্ট:
সোনাইমুড়ী-কুমিল্লা আঞ্চলিক সড়কের নাওতলায় আজ ভোরে ঘটলো এক মর্মান্তিক দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে দ্রুতগামী একুশে পরিবহনের যাত্রীবাহী বাস ধাক্কা দিলে চালক বেলায়েত হোসেন (৫০) ঘটনাস্থলেই প্রাণ হারান। দীর্ঘদিনের অভিজ্ঞ এই চালককে হারিয়ে তার পরিবার, সহকর্মী এবং এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এই ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ১৫ জন যাত্রী। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ চালিয়ে আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠান। বর্তমানে তারা কুমিল্লা ও নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সোনাইমুড়ী থানার ওসি মো: মোরশেদ আলম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে চলাচলরত যানবাহনের বেপরোয়া গতি এবং সঠিকভাবে ট্রাফিক আইন না মানার কারণেই বারবার এ ধরনের দুর্ঘটনা ঘটছে। নাওতলা এলাকাটি দুর্ঘটনাপ্রবণ হিসেবে বহু আগেই চিহ্নিত হলেও এখনো পর্যন্ত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

স্থানীয়দের প্রশ্ন-কত প্রাণ গেলে সড়ক হবে নিরাপদ? চালকের মৃত্যু কি শুধু একটি পরিসংখ্যান হয়ে যাবে? আহত যাত্রীদের আহাজারি, নিহত বেলায়েতের পরিবারের কান্না আমাদের আবারও স্মরণ করিয়ে দেয়, নিরাপদ সড়ক কোনো বিলাসিতা নয়-এটি মৌলিক অধিকার।

আমাদের দাবি:
দুর্ঘটনাপ্রবণ এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ জোরদার করা।
সড়ক সংস্কার ও পর্যাপ্ত সাইনবোর্ড স্থাপন।
চালকদের প্রশিক্ষণ ও আইন প্রয়োগে কঠোরতা।

আজকের এই দুর্ঘটনা আমাদের আবারও ভাবতে বাধ্য করছে-“নিরাপদ সড়ক” কি শুধু একটি স্লোগান, নাকি বাস্তবায়নের মতো রাষ্ট্রীয় দায়িত্ব?

অনলাইনে পড়তে:www.thenabajagaran.com