নবজাগরণ রিপোর্ট:সেনবাগ,নোয়াখালী
নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তাহিরপুর তামীরুল উম্মাত ইসলামিয়া মাদ্রাসা সরকারিভাবে আলিম (এইচএসসি সমমান) পর্যায়ে পাঠদানের অনুমতি লাভের পর প্রথমবারের মতো আয়োজন করেছে “আলিম ১ম বর্ষ উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠান-২০২৫”
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সরকারি অনুমোদনের মাধ্যমে নতুন শিক্ষাযুগের সূচনা
দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া ও স্থানীয় উদ্যোগের ধারাবাহিকতায় মাদ্রাসাটি সম্প্রতি আলিম স্তরে পাঠদানের অনুমোদন লাভ করে। এতে করে শিক্ষার্থীরা এখন থেকে এখান থেকেই উচ্চ মাধ্যমিক সমমানের শিক্ষা গ্রহণ করে বিশ্ববিদ্যালয়সহ উচ্চতর শিক্ষায় অগ্রসর হতে পারবে।
এটি সেনবাগ অঞ্চলের শিক্ষাক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে মূল্যায়ন করছেন শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি:অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জয়নুল আবদিন ফারুক
সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা।তিনি বলেন-“ইসলামি মূল্যবোধ ও আধুনিক জ্ঞানচর্চার সমন্বিত শিক্ষা সময়ের দাবি। তাহিরপুর তামীরুল উম্মাত ইসলামিয়া আলিম মাদ্রাসা সেই দিকেই অগ্রসর হয়েছে-এটি সেনবাগের জন্য গৌরবের দিন।”
বিশিষ্ট আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন:
মোঃ শেখ ফরিদ বাহার, বিশিষ্ট শিক্ষানুরাগী (ফেনী)
মোঃ আব্দুল্লাহ আল মামুন, রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী (সেনবাগ) মোঃ মুক্তার হোসেন পাটোয়ারী, শিক্ষানুরাগী (সেনবাগ) আলহাজ্ব এম.এ. আজিম চৌধুরী, আহবায়ক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড;ফরিদ আহমেদ খোকন, শিক্ষানুরাগী (ফেনী) মাওলানা মোঃ ইয়াছিন করিম, সমাজসেবক (সেনবাগ)
আলহাজ্ব মাওলানা আবদুল মালেক, সাবেক ভাইস চেয়ারম্যান, সেনবাগ উপজেলা;আলহাজ্ব মাওলানা আমীরুজ্জামান, সভাপতি, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতি;মোঃ মনিরুল ইসলাম, সমন্বয়ক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি; মোঃ মোরশেদ আলম চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর, জেএম এলিভেটর এন্ড টেকনোলজি প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-মোঃ আতাউর রহমান (সুজন), সভাপতি, তাহিরপুর আলিম মাদ্রাসা।তিনি বলেন-“এই মাদ্রাসা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি চরিত্র গঠন, নৈতিকতা ও মানবিকতার কেন্দ্র। সেনবাগে আমরা নতুন আলোর পথ দেখাতে দৃঢ়প্রতিজ্ঞ।”
শিক্ষাপ্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ প্রদান করেন। শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের অংশগ্রহণে মাদ্রাসা প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর।
অনুষ্ঠান আলিম ১ম বর্ষ উদ্বোধন ও নবীনবরণ
স্থান তাহিরপুর তামীরুল উম্মাত ইসলামিয়া আলিম মাদ্রাসা, সেনবাগ
তারিখ ২৩ অক্টোবর ২০২৫
তাৎপর্য সরকারি অনুমোদনের পর প্রথম আলিম ব্যাচের আনুষ্ঠানিক সূচনা
🌐 অনলাইনে পড়ুন: www.thenabajagaran.com
#Nabajagaran #Senbagh #Noakhali #TahirpurMadrasah #IslamicEducation #Bangladesh #EducationReform #NewBeginning #Alim #MadrasahDevelopmentMadrasahDevelopment





