বিজি প্রেসের সাবেক কর্মকর্তা নুরুল আমিন খোকন আর নেই

নবজাগরণ রিপোর্ট:ঢাকা ও সেনবাগ প্রতিনিধি:
বিজি প্রেসের সাবেক কর্মকর্তা,নোয়াখালীর সেনবাগ উপজেলার শায়েস্তানগর গ্রামের কৃতিসন্তান নুরুল আমিন খোকন (৬২) আর নেই। আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর তেজতুরীবাজার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নুরুল আমিন খোকন ছিলেন সেনবাগ উপজেলার শায়েস্তানগর গ্রামের মরহুম মফিজ উল্লাহ মাস্টারের তৃতীয় পুত্র। কর্মজীবনে তিনি দীর্ঘদিন সরকারি মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর (বিজি প্রেস)-এ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। অবসরকালেও তিনি সততা, দায়িত্ববোধ ও মানবিকতার আদর্শে অনুপ্রাণিত থেকে সমাজসেবামূলক কাজে সক্রিয় ছিলেন।

মরহুমের মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে তাঁর জন্মভূমি সেনবাগের শায়েস্তানগরসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। সহকর্মী, বন্ধু, আত্মীয়-স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন।পরিবার সূত্রে জানা যায়, নুরুল আমিন খোকন স্ত্রী, দুই পুত্র ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর দুই ছেলে বর্তমানে লন্ডনে উচ্চশিক্ষা গ্রহণ করছেন।

আজ আছরের নামাজের পর তেজগাঁও ট্রাকস্ট্যান্ড সংলগ্ন মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল বৃহস্পতিবার নিজ গ্রাম সেনবাগের শায়েস্তানগর পাটোয়ারী বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে।
নুরুল আমিন খোকন ছিলেন সবার প্রিয়, বন্ধুভৎসল ও সৎ চরিত্রের একজন মানুষ। তাঁর সহৃদয় আচরণ ও সমাজসেবামূলক অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

নবজাগরণ সম্পাদক আবু তাহের পাটোয়ারী এক শোকবার্তায় বলেন-“নুরুল আমিন খোকন ভাই ছিলেন অত্যন্ত দায়িত্ববান, বিনয়ী ও মানবিক হৃদয়ের মানুষ। তাঁর মৃত্যুতে আমরা এক সৎ, সদালাপী ও প্রজ্ঞাবান সমাজসেবককে হারালাম। আমি বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন-নবজাগরণের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা।