নবজাগরণ বিশেষ প্রতিবেদন
নোয়াখালী ব্যুরো:০১ ডিসেম্বর ২০২৫
আইন-শৃঙ্খলা ব্যবস্থায় গতি আনতে কঠোর নির্দেশনা
নোয়াখালী জেলার নবনিযুক্ত পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন দায়িত্ব গ্রহণের পরদিনই মাঠপর্যায়ের কর্মকাণ্ডে গতি আনতে আজ বেগমগঞ্জ মডেল থানা এবং সোনাইমুড়ি থানায় আকস্মিক পরিদর্শন করেন। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি দৃঢ় হাতে পুনর্গঠনের অঙ্গীকারের প্রমাণ মিলেছে এই আচমকা পরিদর্শনে।
বেগমগঞ্জ মডেল থানায় সেবা পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা দিনের শুরুতেই পুলিশ সুপার বেগমগঞ্জ মডেল থানার বিভিন্ন শাখা ঘুরে দেখেন।থানায় আগত সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলেন, শোনেন অভিযোগ-হয়রানি, দেরি, অসুবিধা-এবং তাৎক্ষণিক সমাধানের দিকনির্দেশনা দেন।তিনি স্পষ্টভাবে বলেন-জনগণের প্রতি সেবাই পুলিশের মূল দায়িত্ব। হয়রানিমুক্ত, দ্রুত ও দায়িত্বশীল সেবা দিতে হবে। কোন অবহেলা বরদাশত করা হবে না।পরিদর্শনের সময় তিনি নজর দেন-ডিউটি রোস্টার ও দায়িত্ব বণ্টনের কার্যকারিতা তদন্তাধীন মামলার অগ্রগতি থানার সেবা ডেস্ক ও বেটার স্মার্ট সার্ভিস সেল অপরাধ দমন ও মাদক নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা পুলিশ সুপার পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং কর্মকর্তাদের সেবা-মান আরও উন্নত করার জন্য কড়া নির্দেশনা দেন।
সোনাইমুড়ি থানায় নিখুঁত পরিদর্শন: পরিচ্ছন্নতা, প্রযুক্তি ও কমিউনিটি পুলিশিংকে গুরুত্ব-বেগমগঞ্জ পরিদর্শন শেষে তিনি সোনাইমুড়ি থানা যান। সেখানে তিনি থানা ভবনের সামগ্রিক পরিবেশ, হাজতখানা, অস্ত্রাগার, রেজিস্টার বই, বিট পুলিশিং কার্যক্রমসহ প্রতিটি ইউনিট নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।তিনি জোর দিয়ে বলেন-তথ্যপ্রযুক্তিনির্ভর পুলিশিংই আধুনিক প্রশাসনের মূল চাবিকাঠি। জনগণের আস্থা অর্জনে কমিউনিটি পুলিশিংকে আরও শক্তিশালী করতে হবে।
সোনাইমুড়ি থানার কর্মকর্তাদের তিনি নির্দেশ দেন-আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপরাধ তৎপরতা মনিটরিং দ্রুত মামলা নিষ্পত্তি মাদক, সন্ত্রাসী ও চাঁদাবাজি বিরোধী অভিযান জোরদার সাধারণ মানুষের অভিযোগ গ্রহণে মানবিক আচরণ নিশ্চিত করা পরিদর্শন শেষে পুলিশ সুপার সোনাইমুড়ি থানার পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন।
উপস্থিত কর্মকর্তারা-এই আকস্মিক পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন- আ ন ম ইমরান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল), নোয়াখালী মনীষ দাশ, সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল), নোয়াখালী সংশ্লিষ্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও অফিসার ইনচার্জগণ।
নবজাগরণের বিশ্লেষণ:নোয়াখালীতে নতুন পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণের সাথে সাথে মাঠপর্যায়ে যে শৃঙ্খলা, জবাবদিহি ও সেবা নিশ্চিতের বার্তা তিনি দিয়েছেন-তা জেলার আইন-শৃঙ্খলা ব্যবস্থায় নতুন গতি আনবে বলে আশা করছে সচেতন মহল। আকস্মিক পরিদর্শন পুলিশের অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সেবার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে-এমনটাই মনে করছেন নাগরিকরা।




