হাদির মতো ছেলে স্বাধীন দেশে দিন দুপুরে গুলিবিদ্ধ হলে দেশের স্বাধীনতা নিয়ে আবার নতুন করে ভাবতে হবে

নিজস্ব প্রতিবেদক:
হাদির মতো ছেলে স্বাধীন দেশে দিন দুপুরে গুলিবিদ্ধ হলে
দেশের স্বাধীনতা নিয়ে আবার নতুন করে ভাবতে হবে।
মৃত্যুঞ্জয়ী জুলাই যোদ্ধা ঢাকা মহানগর দক্ষিণ যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মোঃ মুজাহিদুল ইসলাম বলেছেন সম্মুখ সারীর জুলাই যোদ্ধারাই রয়েছে এখন ঝুঁকিতে। কিলিং মিশনের এখন মূল টার্গেট তারা। যার উদাহরণ ওসমান হাদী। স্বৈরাচারের দোসররা ২০২৪ এর জুলাই আগস্টে আমাদের মতো সম্মূখ সারীর যোদ্ধাদের টার্গেট করে গুলি চালিয়েছে। গুলির ক্ষত নিয়ে কোনোভাবে বেঁচে আছি। আমরা সামনের সারীর যোদ্ধা হওয়ায় আমাদেরকে সবাই চেনে। জুলাই

আন্দোলনে মৃত্যুর দুয়ার থেকে ফিরতে পারলেও এখন টার্গেট কিলিং এর শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের এ নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। প্রার্থীদের জীবনের নিরাপত্তা নাই। দেখা যাবে নির্বাচনী কর্মীদের উপর হামলা হবে। ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন বানচাল করার পায়তারা চলছে। ওসমান হাদির উপর আক্রমণের প্রতিক্রিয়ায় মুজাহিদুল ইসলাম বলেন, গুলি চালিয়ে হত্যা করে বিপ্লবীদের দমিয়ে রাখা যায় না। বিপ্লবীরা মৃত্যুকে আলিঙ্গন করেই যুদ্ধে নামে। এখনো শরীরে মৃত্যু যন্ত্রণা নিয়ে বেচে আছি। সরকার আমাদের নিরাপত্তা দিতে ব্যার্থ। সরকারের নিরাপত্তা ব্যাবস্থার দুর্বলতার সুযোগে ফ্যাসিস্ট ফিরে আসার সুযোগ সৃষ্টির পায়তারা চলছে। মৃত্যুকে কাছ থেকে দেখে এসেছি। তাই নিজের মৃত্যু নিয়ে ভয় পাই না।

তিনি বলেন, আগ্নেয়াস্ত্র এত সহজলভ্য হয়েছে যে, কাউকে টার্গেট করলে গুলি করা হয়। লুট হওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধারে সরকারের সফলতা নাই। নির্বাচনের বাকি এখনো দুমাস। নির্বাচনকে বানচাল করতে পতিত স্বৈরাচারের দোসরা অন্য দেশের পরিকল্পনায় কাজ করছে। সরকারের বিষয়গুলি খতিয়ে দেখা উচিৎ। নইলে এভাবে একের পর এক প্রার্থীদের উপর হামলা করে নির্বাচনকে অনিশ্চিতের দিকে ঠেলে দিবে। ফলে স্বৈরাচার ফিরে আসার পথ সুগম হবে।