বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সদস্য মরহুম শামসুল ইসলাম বাহার ও কায়সার-ই-আলম প্রধানের স্মরণসভা ও দোয়া মাহফিল ২৭ ডিসেম্বর
নবজাগরণ রিপোর্ট :
বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি (বামুশিস)-এর দুই গুণী ও শ্রদ্ধাভাজন নেতার স্মরণে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামী ২৭ ডিসেম্বর ২০২৫ শনিবার, বাদ আছর বামুশিস’র কার্যালয়ে সমিতির সাবেক সিনিয়র ভাইস চেয়ারম্যান ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য মরহুম মো:শামসুল ইসলাম বাহার এবং সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম কায়সার-ই-আলম প্রধান-এর স্মরণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানে মরহুম দুই নেতার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। একই সঙ্গে তাঁদের ব্যবসায়িক দক্ষতা,সাংগঠনিক অবদান এবং বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির আন্দোলন–সংগ্রামে তাঁদের
গুরুত্বপূর্ণ ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির চেয়ারম্যান মো:রাব্বানী জব্বার এবং সাধারণ সম্পাদক মো:কাউসার-উজ-জামান (রুবেল) যৌথভাবে এক বার্তায় সমিতির সকল স্তরের সদস্যদের স্মরণসভা ও দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেন,মরহুম শামসুল ইসলাম বাহার ও মরহুম কায়সার-ই-আলম প্রধান বামুশিস’র ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাঁদের ত্যাগ,নেতৃত্বগুণ ও সাংগঠনিক প্রজ্ঞা নতুন প্রজন্মের নেতৃবৃন্দের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
এ ছাড়া বামুশিস সচিবালয়ের পক্ষ থেকেও সংশ্লিষ্ট সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থেকে দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে।উল্লেখ্য,মরহুম শামসুল ইসলাম বাহার ও মরহুম কায়সার-ই-আলম প্রধান আজীবন বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সদস্যদের অধিকার আদায়,পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁদের অবদান বামুশিস’র ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।





